সৌদি আরব থেকে এবার দেশে ফিরলেন ৩৪ নারী এবং ৬২ পুরুষ শ্রমিক। শনিবার রাতে দুটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।রাত ৯টা ২০ মিনিটে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ১৮ জন এবং রাত সাড়ে ১০টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৬ জন নারী ও ৬২ জন পুরুষ শ্রমিক দেশে ফিরে আসেন। দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জনশক্তি জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান আনসারী। তিনি বলেন, ‘দুটি ফ্লাইটে ৩৪ জন নারী শ্রমিক দেশে এসেছেন। আমরা প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে যতটুকু সাহায্য করার করেছি। ’ তবে বিমানবন্দর সূত্রে জানা যায়, এর বাইরে আরও কিছু নারী শ্রমিক দেশে ফিরেছেন। তাদের সঙ্গে পাসপোর্ট থাকায় তারা ইমিগ্রেশন সম্পন্ন করে বের হয়ে গেছেন। এদিকে, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরেছেন ৬২ জন পুরুষ শ্রমিক। তবে তাদের ব্যাপারে কোনও হিসাব প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পাওয়া যায়নি। এ বিষয়ে সৌদি ফেরত নুরুল ইসলাম বলেন, ‘আমরা এই ফ্লাইটে সৌদি থেকে ৬২ জন এসেছি। আমাদের আকামা (ওয়ার্ক পারমিট) ছিল, পাসপোর্ট ছিল, তারপরও পুলিশ আমাদের ধরে ধরে পাঠিয়ে দিয়েছে। দূতাবাসে কথা বলতে গেলে তারা আমাদের ভয় দেখায়। তাহলে আমরা সাহায্য চাইতে কার কাছে যাব? ’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn