বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনের শেষ ভাবনাগুলো নিয়ে লিখিত বই প্রকাশ পেতে যাচ্ছে আগামী অক্টোবরে। জানা গেছে, মহাবিশ্বের জন্ম, কৃষ্ণগহ্বর থেকে শুরু করে মহাকাশে উপনিবেশ গড়া, মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধি কিংবা ভিনগ্রহের প্রাণীদের বোধ, এমনকি ঈশ্বরের অস্তিত্ব- এসকল বিষয়ের উপর ভাবনা ও ব্যাখ্যা রয়েছে তাতে। স্টিফেন হকিং এস্টেট বুধবার এই ঘোষণা করেছে। বইটির নাম, ‘ব্রিফ অ্যানসারস টু বিগ কোয়েশ্চেনস’। চারটি প্রশ্নে ভাগ করা হচ্ছে বিষয়বস্তু। এখানে কেন আমরা? আমরা কি বেঁচে থাকব? প্রযুক্তি আমাদের রক্ষা করবে নাকি ধ্বংস? আমরা কি উন্নতি করব?
বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল গত মার্চে। স্টিফেনের মেয়ে লুসি বলেছেন, ‘বাবার সারা জীবনেই ভাব বিনিময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার সব ভাবনা, রসিকতা, তত্ত্ব ও লেখাগুলি এক জায়গায় আনা হচ্ছে। এটা তার উত্তরাধিকারেরই অঙ্গ।’ দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn