- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সড়কে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

বাংলাদেশে সড়কে হত্যায় জড়িতদের দ্রুত বিচার করে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাউসের ডাইভারসিটি প্লাজায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সড়কে এসব মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে এর সঙ্গে জড়িত চালকদের পক্ষাবলম্বনকারী নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগও দাবি করেন বক্তারা। প্রবীণ সাংবাদিক  সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এবং সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মুজাহিদ আনসারি, সংস্কৃতি কর্মী মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রনি ও গোপাল স্যানাল। সমাবেশে বক্তারা বলেন, পরিবহন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে অরাজকতা এবং দুর্নীতি চলছে তা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কেউ যাতে গাড়ি চালাতে না পারে এবং ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাস্তায় না নামতে পারে এ ব্যাপারে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, বাসগুলোর ব্যাপক প্রতিযোগিতার কারণেই সড়কে হত্যাকাণ্ড বেড়ে চলেছে। সড়ক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। চালকেরা তারা অর্থের লোভে আইন-কানুন তোয়াক্কা করছে না। আবার যে সকল দুর্ঘটনা ঘটছে তার বিচারও হচ্ছে না। সুষ্ঠু বিচার না হওয়ার অন্যতম কারণ পরিবহন শ্রমিকদের নেতা নৌমন্ত্রী শাজাহান খান সবসময় তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেন এবং সারা দেশে গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। সরকারের কাছে আহ্বান থাকবে এই লোকটিকে নিয়ন্ত্রণ করতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]