- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সড়ক মেরামতের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দুই পাশ প্রশস্তকরণ এবং জেলার অভ্যন্তরীণ সড়ক মেরামত করার দাবিতে রোববার সকাল-সন্ধ্যা ধর্মঘট আহ্বান করেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য  প রিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, ‘প্রধ ানমন্ত্রী সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উন্নয়নে আন্তরিক, ১৪ টি নতুন সেতু হয়েছে এই সড়কে, সড়ক প্রশস্তকরণে র জন্য বরাদ্দও দেওয়া হয়েছে। কিন্তু উন্নয়ন হচ্ছে না। অভ্যন্তরীণ সড়কেরও বেহাল অবস্থা। এই অবস্থায় যান চলাচল অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে এবং বাধ্য হয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি আমরা। ’সুনামগঞ্জ- সিলেট সড়কের বেহাল অবস্থা দূর করার জন্য ২০১৬ ইংরেজির ডিসেম্বর মাসে প্রথম দরপত্র আহ্বান করা হয়। ৮০ কোটি টাকা ব্যয়ে দুটি প্যাকেজের এই দরপত্রে অ্যানুয়েল প্রকিউরমেন্ট প্লান্টে ত্রুটি থাকায় দরপত্র স্থগিত করে পুনরায় সংশোধিত দরপত্র আহ্বানের নির্দেশ দেয় মন্ত্রণালয়।২০১৭’এর জানুয়ারি মাসে আবার মার্কিন সিস্টেমে দরপত্র আহ্বান করা হয়। অংশগ্রহণ করেন ৫ জন ঠিকাদার। সর্বনি¤œ দরদাতা হয় জয়েন্টভেঞ্চারে তমা কন্সট্রাকসন ও সজিব রঞ্জন দাস। সওজ’এর উর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশে এই দরপত্রও বাতিল করা হয়।সওজ’এর সিলেটের সুপারেন্টেড অফিস গত এপ্রিল মাসে তৃতীয় দফায় দরপত্র আহ্বান করে। এই দরপত্র গ্রহণের আগে পূর্বের সর্বনিম্ন দরদাতা ঠিকাদার সজিব রঞ্জন দাস বাদী হয়ে আদালতে রীট করেন। আদালত দরপত্র কার্যক্রমের উপর স্থগিতাদেশ জারি করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]