- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

হবিগঞ্জে কৃষক হত্যা: নারীসহ ৭ জনের ফাঁসি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ১ নারীসহ ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়া, ফয়ছল মিয়া, ময়নুল মিয়া, শিফা বেগম, সুন্দর মিয়া, ফজলু মিয়া ও বশির মিয়া। রায় ঘোষণাকালে সব আসামি পলাতক ছিল। মামলার বিবরণে জানা যায়, উপজেলার দাউদপুর গ্রামের কৃষক মো. আবুল মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের মর্তুজ মিয়ার। এর জের ধরে ২০০৮ সালের ২২ জুন সকালে হাওরে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবুল মিয়ার ওপর পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই আবুল মিয়ার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতের ছোট ভাই ছাদিক মিয়া বাদী হয়ে ওই দিনই থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চম্পা বেগমকে বাদ দিয়ে উল্লিখিত ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেন। মামলার বাদী ছাদিক মিয়া জানান, রায়ে তিনি সন্তুষ্ট। তবে সবার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]