হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) সকালে কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০০৫ সালে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে কিবরিয়াসহ অন্যান্য নিহতদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়াটা দুঃখজনক। এসময় বক্তব্য রাখেন— সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, কিবরিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ। পরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn