- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

হাওরে বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রণালয়

গতবছর হাওর রক্ষা বাঁধ নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং ভেঙে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হামিদা আক্তার চৌধুরী। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দিপুর, কচুয়া, কাজাউড়া, তাড়ল ইউনিয়নের তুফানখালি, কঠাখালি, বোয়ালিয়া, কাদিরপুরের ঢালা, কুলঞ্জ ইউনিয়নের বাদাইল্লা ও সরমঙ্গল ইউনিয়নের মাছুয়ার খাড়া নামক হাওর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ইকবাল, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বাঁধ এলাকা পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে হামিদা আক্তার চৌধুরী জানান, গতবছর বন্যায় সুনামগঞ্জসহ বৃহত্তর হাওর এলাকার প্রায় সবগুলো হাওর তলিয়ে যাওয়ার ঘটনায় পানিসম্পদ মন্ত্রণালয় থেকে আমাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা দুটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনের বাস্তবতা যাচাই করার জন্যই সরেজমিন এলাকায় এসেছি। তদন্ত প্রতিবেদন এবং বাস্তবতার নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, হাওরের ফসল রক্ষায় সরকার বিশেষ গুরুত্বারোপ করছে। নদী খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। কোনভাবেই হাওর রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম দুর্নীতি করার সুযোগ থাকবে না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]