বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সিলেট পর্বে খেলতে সকাল সাড়ে ১১টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। বিপিএলে ঢাকায় প্রথম পর্ব শেষে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে সিলেট পর্ব। আজ ঢাকায় দুটি ম্যাচ শেষে আগামীকালের মধ্যেই বাকী টিমগুলোও এসে পৌছাবে।তবে, আজ সিলেট সিক্সার্সের খেলা না থাকায় হোম টাউনে এসে পৌঁছেছে সিলেট সিক্সার্স। বিমানবন্দর থেকে নেমে সিলেট সিক্সার্স টিম হোটেল নির্ভানা ইনে উঠেছে। এদিকে স্বাগতিক সিলেটের পর ইতিমধ্যে দ্বিতীয় দল হিসেবে সিলেটে পা রেখেছে খুলনা টাইটান্স। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সিলেট পর্বের টিকেট পাওয়া যাবে আগামীকাল ১৪ জানুয়ারি থেকে। সকাল ১০টা থেকে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের টিকিট বুথে মিলবে ম্যাচের টিকিট। এছাড়াও ইউকেশ এবং সহজডটকমে টিকিট বিক্রি করবে। তবে এই দু’টি প্রতিষ্ঠান কবে থেকে বিক্রি শুরু করবে তা নিশ্চিত করে জানায়নি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ক্লাব হাউজ টিকিট ৫০০ টাকা। গ্রিন হিল এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০, ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট ২০০ টাকা করে বিক্রি হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn