- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

হোয়াটসঅ্যাপে ফিরে পাওয়া যাবে মুছে দেয়া ছবি

প্রযুক্তিনির্ভর এই যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। ইউজারদের জন্য মাঝেমধ্যেই নিজেদের অ্যাপে নতুন নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। আর সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে মুছে (ডিলিট) দেয়া ছবি, ভিডিও ইত্যাদি ফিরে পাওয়া যাবে। সাম্প্রতিকতম সংস্করণে এমনই ফিচার এনেছে তারা। জানা গেছে, নতুন এই ফিচারের মাধ্যমে ডিলিট হওয়া তথ্য যেমন ভিডিও, ছবি, ভয়েজ মেসেজ, GIF এবং ডকুমেন্ট পুনরায় ডাউনলোড করার সুযোগ দেবে হোয়াটসআ্যপ। ডিলিট হওয়া তথ্য স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ থেকেই ফিরে পাবেন গ্রাহক। কোনো তথ্য ডিলিট করার ৩০ দিনের মধ্যে একবারই তা পুনরুদ্ধার করা যাবে। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই সুবিধা পাওয়া যাবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]