কিছু দিন আগে ভারতে এসএসসি ও দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতের নির্দেশের কারণে জটিলতা তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতে আরেক নতুন নির্দেশনায় বিপাকে পড়েছে প্রায় ১০ লাখ চাকরি প্রার্থী।কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে নতুন এ নির্দেনা দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের ওপর বুধবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম সিংহ আগামী ১ আগষ্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন। নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের কাছে হলফনামাও তলব করা হয়েছে। নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যারয় প্রশাস কেন অনিয়ম করেছে তার ব্যাখ্যা চেয়ে আদালত। আদালতের এ নির্দেশের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ পদে চাকরির জন্য ১০ লাখের োপর আবেদন জমা দেয়া প্রার্থীদের ভবিষ্যৎ এখন অন্ধকারে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn