- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

৮৩ লাখ আপত্তিকর ভিডিও সরিয়েছে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: তিন মাসে ৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব। কমিউনিটি নীতিমালা না মানায় এসব ভিডিও মুছে ফেলা হয়েছে বলে ত্রৈমাসিক ‘এনফোর্সমেন্ট প্রতিবেদন’-এ উল্লেখ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে কিছু ভিডিও নিয়ে অনেক অভিযোগ আসায় এমন সিধান্ত নেয় ইউটিউব কর্তৃপক্ষ। ইউটিউব কর্তৃপক্ষ বলেছে, যৌনতাপূর্ণ ভিডিও সরাতে তিন মাসে ৯১ লাখ অনুরোধ পেয়েছিল তারা। অন্যদিকে ঘৃণা ছড়ানো বক্তব্য বা অবমাননাকর ভিডিও পোস্টের অভিযোগও এসেছিল ৪৭ লাখ। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৭ লাখ ভিডিওকে ফ্ল্যাগ দেখিয়ে মডারেটরদের কাছে পাঠানো হয়। পরে ভিডিও গুলো মুছে ফেলা হয়। কিন্তু এর ৭৬ শতাংশই মডারেটর ছাড়া আর কেউ দেখেননি। এছাড়া সরিয়ে ফেলা ভিডিও আবার আপলোড করা হচ্ছে কিনা তা ধরতে ভিডিও গুলোর বিশেষ তথ্য রেখে দেয়া হয়েছে। গত মার্চ মাস থেকে উসকানিমূলক ভিডিও ছড়ানো ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে ইউটিউবের সমালোচনা হচ্ছে। এর পেক্ষিতে এবার ইউটিউব ব্যবহারকারীদের অ্যাকাউন্টে রিপোর্টিং ড্যাশবোর্ড যুক্ত করবে তারা। যেখানে আপত্তি জানানো ভিডিও সম্পর্কে সর্বশেষ তথ্য থাকবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]