ছাতক উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও হাসপাতালের প্রধান সহকারী কর্মকর্তা আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান। বক্তব্য রাখেন কমিটির সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আলহাজ্ব সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, মেডিকেল অফিসার ডাঃ রাজিব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা নুরুল আমিন প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএইচও ডাঃ অভিজিৎ শর্ম্মা। সভাপতির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন ছাতকে ৫০শয্যা বিশিষ্ঠ হাসপাতালের নতুন ভবনে কার্যক্রম অচিরেই শুরু হবে।

সরকার পল্লী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশের সকল এলাকায় এ সরকারই কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছে। বক্তব্যে তিনি কৈতক, ধারন, বিল্লাইসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের বিদ্যমান সমস্যাবলী সমাধানের আশ্বাস প্রদান করেন। পরে সাবেক ইউএইচও ডাঃ গোলাম মাওলা চৌধুরী ও কৈতক পল্লী স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাঃ আব্দুর রব ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. আব্দুল গফুর ও গীতা পাঠ করেন নিখিলেশ দেবনাথ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn