অনলাইনে কেনাকাটা কিংবা অর্থ লেনদেনের জনপ্রিয়তা অনেকে বেড়েছে। এতে ঝক্কি কম। দৌড়াদৌড়ির দরকার হয় না। ঘরে বসেই অনায়াসে কাজটি সেরে ফেলা যায়। কিন্তু এ বিষয়ে অসাবধান হলে চলবে না। তাই এখানে বিশেষজ্ঞরা আপনাকে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। অনলাইনে যেকোনো লেনদেনের আগে এগুলো দেখে নিন।

১. ছোট কোনো কেনাকাটা করেন বা ব্যাংকের লেনদেন, কাজটি অবশ্যই কোনো সাইবার ক্যাফে থেকে করবেন না। আবার পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে।

২. সব সময় বাসার কম্পিউটার থেকে কাজটি করার চেষ্টা করুন। একমাত্র এই পিসিটাই সুরক্ষিত। এতে পর্যাপ্ত ফায়ারওয়াল এবং অ্যান্টি-ভাইরাস থাকে। অপারেটিং সিস্টেম আর সিকিউরিটি প্যাচের দিক থেকে আপডেট রাখুন।

৩. যেনতেন পাসওয়ার্ড ব্যবহার করবেন না। পয়সার লেনদেনের ক্ষেত্রে অপরপক্ষের যাবতীয় নিয়ম-কানুন মেনে কাজটি করতে থাকুন। আর পাসওয়ার্ড গঠনের ক্ষেত্রে জন্ম তারিখ, এলাকার কোড বা নিজের নামের  অংশ ব্যবহার করবেন না।

৪. কোনো ইমেইলের মাধ্যমে বিশেষ তথ্য চাওয়া হলে সে বিষয়ে সাবধান থাকবেন। যে তথ্যগুলো গোপনীয়, তা দেওয়ার ক্ষেত্রে জেনে বুঝে তবেই এগোতে হবে।

৫. ইমেইলে কোনো লিঙ্ক আসলে তা না বুঝেই ক্লিক করবেন না। নিশ্চিত হতে হবে ইমেইলটি আসল উৎস থেকে এসেছে কিনা।

৬. পাসওয়ার্ড কোনভাবেই শেয়ার করবেন না। এটা কখনই সোশাল মিডিয়া বা অন্য কোথাও শেয়ার করবেন না।

৭. সব সময় এসএসএল (সিকিউর সকেট লেয়ার) বা এইচটিটিপিএস সিকিউরিটির মাধ্যমে প্রবেশ করবেন। কোনো অনলাইন স্টোর থেকে কেনার আগে দেখে নেবেন যেন তা এসএসএল এর মাধ্যমে নিরাপদ হয়।

৮. যদি ভুল করে অনিরাপদ কোথাও ব্যবহার করে ফেলেন, তবে সঙ্গে সঙ্গে ব্যাংককে জানাতে হবে।
সূত্র : গেজেটস

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn