অবৈধ কর্মচারী আটক: ইস্ট লন্ডনের রেস্টুরেন্ট বন্ধ
ইস্ট লন্ডনের খ্যাতনামা রেস্টুরেন্ট , ইভনিং ষ্ট্যান্ডার্ডের সেরা খেতাবধারি রেস্টুরেন্ট হোয়াইট চ্যাপেলের তৈয়ব রেস্টুরেন্ট গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।জানা গেছে, মঙ্গলবারে হোম অফিস থেকে ইমিগ্রেশন এনফোর্সম্যান্ট এজেন্সি তৈয়ব রেস্টুরেন্ট রেইড করে ৬ জন অবৈধ স্টাফকে কাজে পায়। হোম অফিস অফিসাররা তখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। একই সময়ে আরো কিছু অবৈধ স্টাফ কাজে ছিলো, যাদের ব্যাপারেও হোম অফিস জানতে পারে।অবৈধ ওয়ার্কার রাখার দায়ে তৈয়ব রেস্টুরেন্ট ইতোমধ্যেই ৯৫,০০০ পাউন্ড ফাইন গুনে- যা এখনো পরিশোধ করেনি। সব মিলিয়ে তৈয়ব রেস্টুরেন্টে এনফোর্সম্যান্ট এজেন্সি ১৮০,০০০ পাউন্ড নোটিশ সার্ভ করেন। এবং অবৈধ ওয়ার্কার রাখার দায়ে তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্ট বন্ধ করে দেন।
বুধবার সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, তৈয়ব রেস্টুরেন্ট দরজায় নোটিশ লাগিয়ে রেখেছে, ইমিগ্রেশন ইস্যুতে রেস্টুরেন্ট বন্ধ রয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে এই ইস্যু তারা সমাধানের চেষ্টা করছেন।টুইটারে তৈয়ব রেস্টুরেন্ট বন্ধ নিয়ে ব্যাপক ঝড় উঠে। সেলিব্রেটি রিটেইল এক্সপার্ট ম্যারি পোর্টাস, অভিনেত্রী ক্রিস্টিনা হ্যান্ডরিক্স- এই তৈয়বের ফ্যান এবং কাস্টমার। যে কারণে তৈয়বের বন্ধে টুইটারে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।তৈয়বের ছয় স্টাফকে হোম অফিস ডিপোর্ট করেছে। মঙ্গলবারের অবৈধ ইমিগ্রেন্টদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ৩১ আগস্ট ছিলো কোর্টে হিয়ারিং- রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি কোর্ট হিয়ারিং এর পর রেস্টুরেন্ট খোলা ও ফাইন পরিশোধের ব্যাপারে কি হয়েছে। তৈয়বের বক্তব্য নেয়ার চেস্টা করেও লেখার সময়ে পাওয়া যায়নি।