অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে ভারত-বাংলাদেশের
বার্তা ডেক্সঃঃবাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিটির বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং পানিসহ অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করতে চায় ঢাকা। মঙ্গলবারের (২৯ সেপ্টেম্বরের) ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ দলে থাকবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন; এছাড়া বাণিজ্য, স্বরাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পানি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবসহ আরও প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করবেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের সম্পর্ক পরিপক্ব ও রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। কোভিড পরিস্থিতির কারণে এবার ভার্চুয়াল বৈঠক হচ্ছে। তবে আমরা আশা করছি এরপরের বৈঠক আরও বড় পরিসরে হবে।’ কী কী বিষয় আলোচনায় আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব, কোভিড-১৯ সহযোগিতা, লাইন অব ক্রেডিট, কানেক্টিভিটি, পানি, সীমান্ত হত্যা, রোহিঙ্গাসহ অন্যান্য সবকিছু নিয়ে আলোচনা হবে।’
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, একইসঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর—এ উপলক্ষে ঢাকা ও দিল্লিসহ পৃথিবীর অন্যান্য দেশে ও আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে অনুষ্ঠান আয়োজনের বিষয়টি এবারও আলোচনায় থাকবে বলে তিনি জানান। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন দেশে যৌথভাবে অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। মহাত্মা গান্ধীর সার্ধশতবার্ষিকী উপলক্ষে দুই মন্ত্রী মিলে একটি ডাকটিকিট উন্মোচন করার কথা রয়েছে বলেও জানান তিনি। বৈঠকে পানি ও সীমান্ত হত্যা, অর্থনৈতিক অংশীদারিত্ব, কোভিড-১৯ সহযোগিতা এবং লাইন অব ক্রেডিট প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হবে।