ইসলামি মৌলবাদী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগদানের আগ্রহী বাংলাদেশি যুবক পারভেজ আহমেদকে (২২) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা। আইএসে যোগ সিরিয়ায় যাওয়ার পথে দিতে গত জুন মাসে সৌদি আরব থেকে পারভেজকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এফবিআই-এর অনুরোধে নিউইয়র্কে ফেরত পাঠানোর পর গত ২৮ আগস্ট বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে এফবিআই। তাকে ২৯ আগস্ট নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়েছে। এর আগে সৌদি আরবে গ্রেফতার হওয়ার পর নিউইয়র্ক সিটির ওজোনপার্কে পারভেজের বাড়িতে অনুসন্ধান চালায় এফবিআই। গত ১৭ জুলাই পারভেজের কম্পিউটারসহ যাবতীয় কাগজপত্র অনুসন্ধান করে এফবিআই নিশ্চিত হয় যে পারভেজ আইএসে যোগ দিতে সিরিয়ায় যেতে চেয়েছিলেন। পারভেজ তার মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। নিউইয়র্কের সেরা শিক্ষা প্রতিষ্ঠান স্টাইভেসান্ট হাইস্কুলে অধ্যয়ন শেষে হান্টার কলেজে ভর্তি হন তিনি। মেধাবী হওয়া সত্ত্বেও কলেজে হঠাৎ করেই পারভেজ অনিয়মিত ছাত্রে পরিণত হন।
এফবিআই জানিয়েছে, পারভেজের ফোনে আইএসের সঙ্গে নিজের সম্পৃক্ততার ছবি ছাড়াও পাঁচজনকে ঝুলিয়ে হত্যার ছবিও দেখা গেছে। সমকামীদের এভাবেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা উচিত বলেও পারভেজ লিখে রেখেছে। ৯/১১ এ নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলাকে যথার্থ বলেও অভিহিত করেছে পারভেজ। ফোনে আইএসের লিডার আবু বকর আল-বাগদাদীর ছবিও পাওয়া গেছে। পারভেজ ফোনে আরো লিখেছে, আমরা শিগগিরই জিহাদে অংশ নিচ্ছি এবং এরপরই আমরা শহীদ হবো। তদন্তের সময় এফবিআই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজের সন্ত্রাসী নেটওয়ার্কে সম্পৃক্ত হবার ইচ্ছের তথ্য জানতে পেরেছে। তিনি আমেরিকানদের ইসলামের শক্র হিসেবে মন্তব্য করে এদেরকে শেষ করার অভিপ্রায় ব্যক্ত করেছে বিভিন্ন স্থানে।
২০১৪ সালের অক্টোবরে পারভেজ একটি পোস্টে লিখেছে, কারা জিহাদি? অধিকাংশ মানুষের ইচ্ছা অনুযায়ী নিজের ভূমিতে যেসব মুসলমান শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেন, তারাই জিহাদি। সত্যিকারের সন্ত্রাসী হচ্ছে যুক্তরাষ্ট্র। এফবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, বাংলাদেশ থেকে জানুয়ারিতে নিউইয়র্কে ফেরার সময়েই জেএফকে এয়ারপোর্টে এফবিআই পারভেজের মুখোমুখি হয়েছিলেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব পোস্টের ব্যাপারে পারভেজ তাদের বলেছিলেন যে, তিনি যখন গাঁজা-আফিমে বেশি আসক্ত হয়ে পড়েছিলেন, সে সময়েই ওই ধরনের মতামত প্রকাশ পেয়েছে। তা সত্যি কিছু ছিল না। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে পারভেজকে ব্রুকলিনে ফেডারেল কোর্টের জজ জেমস ওরেনস্টাইনের এজলাসে সোপর্দ করার হয়। তাকে জামিনহীন আটকাদেশ গিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn