আইপিএলে ছক্কার ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে ছক্কার ডাবল সেঞ্চুরি (২০০) হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত শর্মা। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত। এই ইনিংসের মধ্যে ৬টি ছক্কা রয়েছে। এই ৬টি ছক্কার মার মেরে রেকর্ড বুকে নাম লেখান তিনি। আবু ধাবিতে টুর্নামেন্টের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। এই ক্যারিবিয় ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৩২৬টি ছক্কা। প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স মেরেছেন ২১৪টি ছক্কা। এছাড়া মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে রয়েছে ২১২টি আইপিএল ছক্কা। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান রোহিতই।