তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামের আড়াই শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আনুষ্ঠানিক ভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। শনিবার বিকেলে উপজেলার চিকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ বলেন, ‘আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা খাম্বা নয় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। গাজীপুর গ্রামে শীঘ্রই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আর এর মাধ্যমে সদর ইউনিয়ন পুরোপুরি বিদ্যুতের আওতায় চলে আসবে। এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন সাংসদ। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্নেন্দু দেব’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, জেলা আ,লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা,
জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম আহমেদ, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকতা আব্দুছ ছালাম, উপজেলা আওয়ামীলীগ নেতা অনুপম রায়, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, শ্রমিকলীগ আহবায়ক রন্জু মুর্খাজী। এছাড়াও এসময় উপজেলার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বৃক্ষমেলা উদ্বোধনের পরে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn