আওয়ামী লীগ সরকার কথায় এবং কাজে বিশ্বাসী : এমপি মানিক
“বর্তমান আওয়ামী লীগ সরকার কথায় এবং কাজে বিশ্বাসী। এ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। আগামী ১৮ সালের ভেতরে একটি গ্রামও বিদ্যুৎহীন থাকবে না। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হবে। এ সরকার কৃষিবান্ধব সরকার, গরিব-দুঃখি-মেহনতি মানুষের সরকার। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলার সবক’টি হাওরের ফসল তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে প্রতি কৃষকদেরকে সহায়তা দেওয়া হচ্ছে।” বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে দোয়ারা উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশী গ্রামে পল্লীবিদ্যুৎ উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে ছাতক দোয়ারা ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক উপরোক্ত কথাগুলো বলেন। মান্নারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ সহ-সভাপতি ফিরুজ আহমদের সভাপতিত্বে অসিত মাস্টার ও রহমত আলীর যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সুনামঞ্জ জেলা পল্লী বিদ্যুতের ভারপাপ্ত জি.এম জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি সচিব পীর মোহাম্মদ আলী মিলন, দোয়ারাবাজার উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির সভাতি আক্তার হোসেন, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উত্তর কুরমা ইউনিয়নের চেয়ারম্যান ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল আহমদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া।
আরো বক্তব্য রাখেন- নূর উদ্দিন আহমেদ, বরুণ চন্দ্র দাস, ভুবতি দাস, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু চিত্তরঞ্জন চক্রবর্তী, দোহালিয়া ইউপি আ’লীগের সভাপতি নূর মিয়া, সাধারন সম্পাদক বশির উদ্দিন, দোয়ারাবাজার উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম.এ করিম লিলু, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক আলা-উদ্দিন, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়না মিয়া, সামছুউদ্দিন আহমদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গীতিকার কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, অ্যাড. ছায়েদুর রহমান ছায়াদ, ইউপি সদস্য অজিত চন্দ্র দাস প্রতিজ, আকিকুর রহমান আকিক, মিনার উদ্দিন, আজাদ মিয়া, দীপক রঞ্জন দাস, সুবোধ রঞ্জন দাস, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ক্ষিতিশ রঞ্জন চক্রবর্তী। এদিকে, ছাতক-দোয়ারা নির্বাচনী আসনে জনন্দিত নেতা মুহিবুর রহমান মানিকের নেত্বিতের প্রতি আকৃষ্ট হয়ে মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মনির উদ্দিন, মনফর আলী মজু মিয়াসহ শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে আ’লীগে যোগদান করেন।