আজও সড়ক অবরোধ করেছে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা
গাহর্স্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান করে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির ছাত্রীরা। বুধবার সকাল থেকে নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এর ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সড়ক অবরোধ করে আন্দোলন করা হবে বলে শিক্ষার্থীরা জানান। গত সোম ও মঙ্গলবারও নীলক্ষেত মোড় এলাকায় সড়ক অবরোধ করে কলেজটির শিক্ষার্থীরা। দুইদিনই দুপুর দুইটায় তারা সড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যায়। একই দাবিতে গত বছরের ৪ অক্টোবর নীলক্ষেত মোড়ে অবরোধ করে আন্দোলন করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট ঘোষণার আশ্বাস দিয়েছিলেন। এরপর শিক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। কিন্তু এত দিনেও দাবি পূরণ না হওয়ায় আবার আন্দোলন শুরু করেছেন তারা।