প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের তরুণ সমাজ চাইলে অনেক কিছু করতে পারে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পদ্মা সেতুর অর্থ বরাদ্দ বন্ধ করা হয়েছিল। কিন্তু আমার সেটা করেছি। আমরাই পারি, আমরাই পারব। বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত লেটস টক উইথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের স্বপ্নকেও ছাড়িয়ে গেছে দেশের আইসিটি খাত। ২০১০ সালে শূন্য থেকে শুরু করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সদিচ্ছায় আমারা আইসিটি খাতে উন্নতি করেছি। আমরা স্বপ্ন দেখেছিলাম আইসিটি খাতে উন্নয়নের। বর্তমানে আউটসোর্সিংয়ে আমরা বিশ্বের দ্বিতীয় দেশ। তিনি বলেন, ১ এমবিপিএস কিনতে এক সময় ৯০ হাজার টাকা লাগত। আমাদের ইচ্ছা ছিলো তা ৯০০ টাকায় নামিয়ে আনার। বর্তমানে ৬০০ টাকায় ১ এমবিপিএস লাইন পাচ্ছেন আপনারা। ভূমি অধিদফতর আইসিটি সহায়তা চালু করলে সারাদেশে জমে থাকা মামলার এক তৃতীয়াংশ সুরাহ হয়ে যাবে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, পাইলট প্রকল্প হিসেবে দেশের কিছু এলাকায় অনলাইনে জমির মিউটেশনসহ বেশ কিছু কাজ করা হচ্ছে। এর মধ্যে ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে দেশের ৩০ ভাগ অঞ্চলে ভূমি জরিপের তথ্য সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে জমি সংক্রান্ত সবকাজ অনলাইনে করা যাবে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সেই ব্যবস্থা করব। এ সময় ৭৫ পরবর্তী সরকারগুলোর প্রসঙ্গ তুলে সজীব ওয়াজেদ জয় বলেন, বিগত ৮ বছর আমরা যা উন্নয়ন করেছি তারা কি সেটা করতে পারতেন না। বিএনপি আমাদের থেকে বেশি সময় ক্ষমতায় ছিল তারা কি উন্নয়ন করতে পারত না? আমি বলতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এর থেকে বেশি উন্নতি হতে বাংলাদেশের।

তিনি বলেন, স্বাধীনতার পক্ষের দল ক্ষমতায় থাকলে যে কোন দেশের উন্নয়ন হয়। মালয়েশিয়ায় যেমন মাহতির মুহাম্মদের দলকে সেদেশের মানুষ ২০ বছর ক্ষমতায় রাখায় উন্নয়নশীল একটি দেশে পরিণত হয়েছে। বিএনপি উন্নয়ন করেনি। কারণ তারা স্বাধীনতার বিরোধী শক্তি। তারা দেশের উন্নয়ন চায়না নিজেদের উন্নয়ন চায়। আর সে কারণেই বাংলাদেশের উন্নয়নের জন্য স্বধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn