‘আমরা জানি এ লড়াই কঠিন লড়াই’
দেশে এখন সুশাসন ও আইনের শাসন বলতে কিছু নেই দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তারা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে ‘গণতন্ত্র’ ফিরিয়ে আনবেন। এই লড়াই সহজ নয় এটাও জানেন খালেদা জিয়া। বলেন, ‘আমরা জানি এ লড়াই কঠিন লড়াই।’ শনিবার ঢাকা লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত শিক্ষা বিষয়ক এক সেমিনারে খালেদা জিয়া এসব কথা বলেন। বর্তমান সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।’ শিক্ষা মানুষকে ভিন্নমত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় মন্তব্য করে খালেদা জিয়া বলেন, কিন্তু সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করছে। তাঁরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। সরকার ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করেছে।
বিএনপির দেওয়া ভিশন-২০৩০ সম্পর্কে সেমিনারে খালেদা জিয়া বলেন, শিক্ষা সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, তা ক্ষমতায় যাওয়ার প্রথম পাঁচ বছরেই করা যাবে না। তবে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিএনপির নিজস্ব চিন্তা ভাবনা আছে বলেও জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব, যাতে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের হাতিয়ার হবে না, হবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার হাতিয়ার।’
সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম। দিনভর এই সেমিনারে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন বিএনপিপন্থি শিক্ষক নেতারা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।