আমি হাওর পাড়ের সন্তান-দিরাইয়ে ড.মোমেন
জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে মোমেন বলেছেন আমি হাওর পাড়ের সন্তান, কৃষকদের দুঃখ কষ্ট আমি বুঝি। হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল হারিয়ে কৃষকরা আজ দিশেহারা। যে ফসল দিয়ে কৃষকরা পরিবারের ভরণপোষণ ও ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ বহন করেন, অকাল বন্যায় ফসল হারিয়ে তারা চারদিকে অন্ধকার দেখছেন। কিভাবে ছেলে-মেয়েদের লেখা পড়া করাবেন। তাদের হতাশাগ্রস্থ মনে শান্তনা দিতে ও সন্তানদের লেখা পড়া যেন বাঁধার মুখে না পড়ে এবং তাদের উৎসাহিত করতে আমার এ উদ্যোগ। আমার দেশ বিদেশের শুভাকাঙ্খীদের সহযোগিতা হাওরাঞ্চলের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সহায়তা প্রদান করা হবে। সমাজের সকল বিত্তবানদের গরীব-অসহায় কৃষকের সন্তানদের শিক্ষার পথ সুগম করতে এগিয়ে আসার আহবান জানান। গতকাল সোমবার দুপুরে দিরাই পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল,দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম,নিলু, খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, সমাজকর্মী আমিনুল ইসলাম, কয়েছ চৌধুরী প্রমুখ। এ সময় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬ শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল ও ২ কেজি তৈল বিতরণ করা হয়।