আরও নিশ্চিন্তে চ্যাট করুন! হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
ভুল টাইপিং বা ‘টাইপো’-র জন্য অনেক সময়েই বাক্যের মানেই বদলে যায়। অন্য দিকের ব্যক্তির সঙ্গে এই নিয়ে ভুল বোঝাবুঝিও হয়ে যায়। কিন্তু ভুল তো হতেই পারে। তাই হোয়াটসঅ্যাপ আনতে চলেছে এক নতুন ফিচার, যার মাধ্যমে ভুল মেসেজ পাঠিয়ে দেওয়ার পরেও, সেই মেসেজ আপনি বদলে ফেলতে পারবেন। এই ফিচারটির নাম ‘রিকল’। ‘ওয়েবটাইনফো’-র একটি রিপোর্ট অনুযায়ী, উইন্ডোজ ফোনের বিটা ভার্সন ২.১৭.২১৮-এর হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই দেখা গিয়েছে এই ফিচারটি। অন্যান্য অপারেটিং সিস্টেম অর্থাৎ অ্যানড্রয়েড এবং আইওএস-এ পরবর্তী আপডেটের মাধ্যমে এই ফিচারটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তার জন্যই এখন প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ।
ভুল বানান বা কোনও অবাঞ্ছিত মেসেজ পাঠানোর পরে, এবার থেকে আর আফসোস করতে হবে না। কারণ এই নতুন ফিচারটি যুক্ত হলে আপনি সেই মেসেজ এডিট করে নিতে পারবেন। ফিচারটি অবশ্য আপনার হোয়াটস্অ্যাপ মেসেঞ্জারে সেট করে রাখতে হবে। পাঠিয়ে দেওয়া ভুল মেসেজটির উপরে তখন ‘টাচ’ করে তখনই আপনি এডিট করতে পারবেন। কিন্তু এই মেসেজগুলি অন্য দিকের ব্যক্তি দেখে ফেলার আগেই আপনাকে এডিট করতে হবে। অর্থাৎ মেসেজটি ‘সিন’ হয়ে গেলে বা ‘ব্লু-টিক’ পড়ে গেলে আর এডিট করা যাবে না।