আ,লীগের নেতা-কর্মীরা সুনামগঞ্জ-৪ আসন জাপাকে দিতে চায় না
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন,‘সুনামগঞ্জ-৪ (সদর উত্তর ও বিশ্বম্ভর) আসনের আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই আসন আর জাপাকে দিতে চায় না। ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে নেতা-কর্মীরা দাবি তুলেছেন, ‘আওয়ামী লীগের এমপি থাকলে উন্নয়ন হয় না। অন্যদের দিয়ে মানুষের কোন লাভ হয় না।’ শুক্রবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার কাশিপুর-মহাজোড়া গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন। ধনপুর, চিনাকান্দি, বিশ্বম্ভরপুর ও পলাশ বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ বর্মণ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, দলীয় নেতা মোশারফ হোসেন ইমন, আবু সাঈদ, এখলাছ মিয়া, সাইফুল মিয়া, নাজিম উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ইফতার মাহ্ফিলে যোগদান করেন তিনি। এসময় মতিউর রহমান বলেন,‘তৃণমূলের নেতা-কর্মীদের আকাঙ্খা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে আবারও এই আসনে লড়তে চাই। আশাকরি দলের কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের মতামতকেই গুরুত্ব দেবেন।’ (প্রেস বিজ্ঞপ্তি)