আলো-আঁধারির ভিন্ন রেকর্ডে ভারত-শ্রীলঙ্কা
নাগপুর টেস্টে বড় জয়ই পেলো ভারত। এতে আলো-আঁধারির ভিন্ন দুই রেকর্ডে নাম উঠলো ভারত-শ্রীলঙ্কার। আর বল হাতে রবিচন্দ্রন অশ্বিন গড়লেন গর্বের রেকর্ড। নাগপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ২৩৯ রানে জয় কুড়ালো ভারত। টেস্টে এটি ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় আর শ্রীলঙ্কার সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে ভারতের এটি ৩২তম জয়।এক পঞ্জিকাবর্ষে নিজেদের সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিলো তারা। গত বছর সব ফরম্যাট মিলিয়ে ৩১ ম্যাচে জয় দেখেছিল ভারত। চলতি বছর টেস্টে শ্রীলঙ্কার এটি সপ্তম হার। এক পঞ্জিকাবর্ষে লঙ্কানদের সর্বাধিক টেস্ট ম্যাচ হারের রেকর্ড এটি। ২০১৫ সালেও টেস্টে ৭টি হার দেখেছিল লঙ্কানরা। নাগপুরে ম্যাচের চতুর্থ দিনে গতকাল লাঞ্চের পর ১৬৬ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ইনিংসে একমাত্র অর্ধশতকটি আসে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমালের ব্যাট থেকে। ৮২ বল মোকাবিলায় ৬১ রান করেন চান্ডিমাল। এতে চান্ডিমাল হাঁকান ১০টি বাউন্ডারি। লঙ্কান ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থাকেন দশ নম্বর ব্যাটসম্যান সুরাঙ্গা লাকমাল। ভারতের বল হাতে ১৭.৩ ওভারের স্পেলে ৬৩ রানে চার উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এতে টেস্টে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের রেকর্ড গড়লেন তিনি। প্রথম ইনিংসেও চার উইকেট পেয়েছিলেন ভারতীয় এ অফস্পিনার। নাগপুরে টস জিতে ব্যাটিং বেছে নেন শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্ডিমাল। তবে ২০৫ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। জবাবে চার সেঞ্চুরিতে ৬১০/৬ সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। অধিনায়ক বিরাট কোহলি হাঁকান ডাবল সেঞ্চুরি। এতে খেলা শেষে ম্যাচসেরার পুরস্কারও ওঠে কোহলির হাতে। আগের দিনের ২১/১ সংগ্রহ নিয়ে গতকাল অল্পতেই উইকেট খোয়ান ইনফর্ম লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। দলীয় ৩৪ রানে উইকেট খোয়ান চলতি বছর টেস্টে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের কৃতিত্ব দেখানো এ লঙ্কান ওপেনার। আর দলীয় ৭৫ রানে পাঁচ উইকেট খুইয়ে লঙ্কানদের বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ম্যাচের দ্বিতীয় ইনিংসে এ নিয়ে টানা চারবার দলীয় ১০০ পূর্ণ হওয়ার আগে শীর্ষ চার উইকেট খোয়াতে দেখা গেল লঙ্কানদের। আগের সিরিজে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে এমন ভোগান্তিতে দেখা গিয়েছিল শ্রীলঙ্কাকে। আর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও দেখা যায় এমন ঘটনা। যদিও পাকিস্তানের বিপক্ষে ২-০তে সিরিজ জেতে শ্রীলঙ্কা। আর ভারতের সঙ্গে ড্র নিয়ে শেষ করে তারা কলকাতা টেস্টের খেলা।
দ্রুততম ৩০০ শিকার
ম্যাচ খেলোয়াড় সাল
৫৪ রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ২০১১-১৭
৫৬ ডেনিস লিলি (অস্ট্রেলিয়া) ১৯৭১-৮১
৫৮ মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ১৯৯২-০০
৬১ রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ১৯৭৩-৮৬
৬১ ম্যালকম মার্শাল (ও. ইন্ডিজ) ১৯৭৮-৮৮
৬১ ডেইল স্টেইন (দ. আফ্রিকা) ২০০৪-১৩
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলঙ্কা, ব্যাটিং
শ্রীলঙ্কা: ২০৫ ও ১৬৬
ভারত প্রথম ইনিংস: ৬১০/৬ ডি.
ফল: ভারত ইনিংস ২৩৯ রানে জয়ী
ম্যাচ সেরা: বিরাট কোহলি (ভারত)