প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলে মেয়র আনিসুল হকের নাতিছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে সোফায় বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুমন্ত শিশুটির দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।  বুধবার তার এ ছবি ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। ছবিটি দিয়ে তিনি লিখেছেন, আশা করি, এই ছবি সব গুজবের অবসান ঘটাবে। মেয়র আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার বুধবার রাতে তার ফেসবুক পেজে রুবানা হকের পোস্টটি তুলে ধরেছেন। ওই পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আপা’ সম্বোধন করে রুবানা হক লিখেছেন, আপার কোলে আমাদের নাতি লেইথ। ছবি পোস্ট করতে আমি সাধারণত সংকোচ বোধ করি, কিন্তু এই ছবিটি আমাকে শেয়ার করতেই হলো। বিশেষত, যখন আনিসকে ঘিরে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে রুবানা হক আরও লেখেন, এটি খুবই দুঃখজনক, কোনও কোনও মহল মিথ্যা সংবাদ ছড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের (মেয়রের পরিবার) প্রতি এখনও আগের মতোই সহমর্মী আছেন জানিয়ে রুবানা হক বলেন, তিনি (প্রধানমন্ত্রী) শুধু লন্ডনে আমাদের সঙ্গে দেখাই করেননি, ক’দিন আগে আমি ঢাকায় গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই দুঃসময়ে তিনি যে অসামান্য সহযোগিতা দিয়েছেন, তাতে তার প্রতি আমাদের পরিবার চিরকৃতজ্ঞ ও ঋণী। রুবানা হক আরও লেখেন, ‘আশা করি, এই ছবি সব গুজবের অবসান ঘটাবে।’ তিনি মেয়র আনিসুল হকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn