ইসলামী ব্যাংক আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিল
আল-হেলাল-
সুনামগঞ্জে আড়াই হাজার দুর্যোগাক্রান্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ সুনামগঞ্জ শাখা। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলার বিভিন্ন শাখা,জনপ্রতিনিধি ও হিসাবধারীদের মাধ্যমে তালিকাভূক্ত করত: বন্যা,পাহাড়ী ঢল ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বন্যা দুর্যোগাক্রান্ত পরিবারের মধ্যে উক্ত ত্রাণসামগ্রী প্রদান করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল নগদ ৫শত টাকা ও এক হাজার টাকার চাল ডাল,আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। ত্রাণ বিতরনকালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব,ইসলামী ব্যাংক বাংলাদেশের সিলেট শাখার জোনাল অফিসার মোঃ সাইফুল্লাহ,সুনামগঞ্জ শাখার ম্যানাজার কায়সার আহমেদ,ম্যানাজার অপারেশন জালাল উদ্দিন আহমদ,কর্মকর্তা সৈয়দ জাবির আহমদ,আলাউর রহমান,আব্দুল মকব্বির,মোঃ জাহিরুল ইসলাম,বদরুল ইসলাম ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।