ইসির সংলাপে যেসব প্রস্তাব দেবে আ.লীগ
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আগামী ১৮ অক্টোবর সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। এই সংলাপে ইসির কমিশনের স্বচ্ছতা বৃদ্ধি, ইলেকট্রনিক ভোটিং (ই-ভোটিং) পদ্ধতিতে ভোট অনুষ্ঠান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, আসলে আমরা তো আমন্ত্রণ জানাইনি, নির্বাচন কমিশন আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সে ক্ষেত্রে আমরা আগে তাদের বক্তব্য শুনব। তাদের বক্তব্য অনুযায়ী, আমরা আমাদের প্রস্তাব করব। তবে আমাদের বক্তব্য তো আর ভিন্ন হবে না। নির্বাচন কমিশন যাতে স্বচ্ছ ও স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য আমরা প্রস্তাব করব। আর নির্বাচন পদ্ধতি, নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা যা বলেছি, এখানেও ভিন্ন কিছু বলব না।দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নির্বাচনে আমরা ই-ভোটিং পদ্ধতির পক্ষে থাকব। এ পর্যন্ত আমাদের দেশের যে পরিস্থিতি, সে বিবেচনায় নির্বাচনে সেনা মোতায়েন প্রয়োজন বলে আমরা মনে করি না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, সংলাপে কী প্রস্তাব করা হবে, তা আমাদের দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে যে প্রতিনিধিদল যাবে, তারা জানেন। তবে আমাদের দল তো একটি সিদ্ধান্ত নিয়ে কাজ করেছে। তা হলো সংবিধানের ওপর পূর্ণ আস্থা। সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে গিয়ে নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সে প্রতিশ্রুতি তো আওয়ামী লীগেও আছেই। দলের আরেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন পরিচালনার প্রস্তাব করব। নির্বাচনকালীন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। অনিবার্য না হলে সেনা মোতায়েনের বিপক্ষে থাকব। কারণ, সেনাবাহিনী দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করে। যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেনা মোতায়েন হবে, অন্যথায় নয়।