ইস্পাহানীকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরন
হাসানুজ্জামান ইস্পাহানীকে ৩ দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ৩ দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে ইস্পাহানীকে সিলেট সদর আদালতে হাজির করেন তদন্তকারী সিলেট কতোয়ালি থানার সাব ইন্সপেক্টর খোকন দাস। আদালত ঐ দিন ইস্পাহানীকে জেল হাজতে প্রেরণ করেন। ইস্পাহানী সুনামগঞ্জ শহরের এক তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল এলাকা থেকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় ২৬ জুলাই গভীর রাতে শহরের আরপিননগরের বাসা থেকে গ্রেপ্তার হয়। সাব ইন্সপেক্টর খোকন দাস জানান, ইস্পাহানী মেয়েটিকে তার স্ত্রী দাবি করলেও মেয়েটি ২২ ধারার জবানবন্দীতে বলেছে তাকে জোর করে তুলে নিয়ে কাগজে স্বাক্ষর নিয়েছে এবং ধর্ষণ করেছে সে।
প্রসঙ্গত. সিলেটের ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সামনা থেকে গত ২২ জুলাই সুনামগঞ্জের ওই তরুণীকে অপহরণ করে ইস্পাহানী। এই ঘটনায় গত ২৬ জুলাই রাত সাড়ে (বুধবার দিবাগত রাত) ১২ টায় আটক হয় সে। অপহরণের সময় সিলেটের সুবিদবাজার এলাকার নাবিল রাজা ও বাঘবাড়ি এলাকার শামীম আহমদ নামের ২ তরুণ ইস্পাহানী’র সঙ্গে ছিল।