ঈদে বাংলাদেশের সবচেয়ে ব্যায়বহুল ড্রামা সিরিজ
রায়হান আফরোজের রচনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, আজমেরী আশা, আতাউর রহমান, ইলোরা গহর, প্রমা আজিজ, শীলা, পলাশ, শিমুল, জীবন, রোহিত, আরশ, এম কে রাসেল, সজীব এবং অনেকেই। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। যুবরাজ প্রসঙ্গে পর্ব পরিচালক মাকসুদুল হক ইমু বলেন, রুপকথার গল্পকে কেন্দ্র করে এই নাটকটি নির্মাণ হয়েছে। এর আগে গত ঈদে ডালিম কুমার নামে আর একটি টিভি সিরিজ নির্মাণ করেছিলাম। যা ছিল বাংলাদেশের প্রথম নির্মিত থ্রিডি অ্যানিমেশন ভিএফএক্স নির্ভর সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি টিভি নাটক।
আজিত উল্লাহ ও রেজাউল করিম সজল প্রযোজনায় মিডিয়া ইম্প্রেশান ও ইউনিভার্সেল প্রোডাকশন থেকে এটি নির্মিত হয়েছে। ভিএফএক্স সুপারভাইভার হিসেবে ছিলেন তানিম শাহরিয়ার।
ঈদের দিন থেকে টানা ৭ দিন ‘যুবরাজ’ প্রচারিত হবে এনটিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যা ৬.০৫ এ।