এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ ঘরে তুললো চেলসি। ওয়েম্বলিতে হাই ভোল্টেজ এই ফাইনালে প্রথমার্ধের এক গোলই পার্থক্য গড়ে দেয়। খেলার ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন বেলজিয়ান প্লেমেকার ইডেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও অ্যান্টোনিও কন্তে বাহিনীল রক্ষণব্যুহ ভাঙতে পারেনি হোসে মরিনহো শিষ্যরা। অ্যালেক্সিস সাঞ্চেজ চেলসির জালে বল জড়ালেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। এফএ কাপের ফাইনালে রেকর্ড ২০ বারের মতো স্থান করে নেয়া ম্যানচেস্টার ইউনাইটেডের শেষটা সুখকর হলো না। অন্যদিকে, ৮ম বারের মতো এফএ কাপ চ্যাম্পিয়ন হলো চেলসি। আর প্রিমিয়ার লীগ রানার আপ ম্যানইউ মৌসুম শেষ হলো কোন কাপ ছাড়াই। এবারের ফাইনাল নিয়ে তৃতীয়বার এফএ কাপের ফাইনালে দেখা হলো চেলসি ও ম্যানইউর। সর্বশেষ ২০০৬-০৭ মৌসুমে ফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে লন্ডন ব্লুরা। সেবার চেলসির কোচ ছিলেন বর্তমান ম্যানইউ কোচ হোসে মরিনহো। তার আগে ১৯৯৪ সালে চেলসিকে ৪-০ গোলে হারায় রেড ডেভিলরা। এফএ কাপে ম্যানইউর বিপক্ষে ১৯৯৯ সালের কোয়ার্টার ফাইনালে হারের পর শেষ চার সাক্ষাতেই অপরাজিত চেলসি (৩ জয় ও ১ ড্র)। এফএ কাপে সবশেষ গত মৌসুমে মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার কোয়ার্টার ফাইনালে ব্লুদের কাছে ১-০ গোলে হেরে যায় ম্যানইউ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯ বারের মুখোমুখি লড়াইয়ে ম্যানইউর জয় ৭৭ ম্যাচে। ৫৩ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ড্রতে শেষ হয় ৪৯ ম্যাচ।