দিরাই দৌলত পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যার কবলিত অসহায় মানুষের মধ্যে সিলেট মদন মোহন কলেজের ১৯৯৯ সালের ইংল্যান্ড,ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত শিক্ষাতীদের নিয়ে গঠিত এম, এম, সি ৯৯ চ্যারেটি অরগানাইজেশনের উদ্দোগে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় প্রবাসীদের পক্ষ থেকে উপসতিত ছিলেন মোঃ হুমায়ুন আহমদ। উপসতিত ছিলেন দেশে অবস্থানেরত অরগানাইজেশনের সদস্য ,সিদ্ধিক আহমদ খালেদ, শাহনেওয়াজ খান শাকিল, সোহেল আহমদ রিপন, আবদুল মুমিন খান, তানবির রহমান চৌধরী, গালিব মাহমুদ।

উল্যেখ গত ২২ শে ফেব্রুয়ারী ইংল্যান্ডে অবস্থানরত মদন মোহন কলেজের ১৯৯৯ সালের শিক্ষাতীদের সৌজন্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইংল্যান্ড, ও বাংলাদেশ সহ বিশ্বর বিভিন্ন দেশে অবস্থানরত ১৯৯৯ সালের শিক্ষাতীদের নিয়ে এম, এম, সি ৯৯ চ্যারেটি অরগানাইজেশন গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, শাহজান, তৈয়বুর রহমান (হুমায়ুন), বদরুল, নেওয়াজ, রাসেল, সাইমন, মাহবুব, বদরুল (২), মামুন, হুমায়ুন, হাফিজ বেগ, মাননা, মুরাদ, সাদী, শাহিন , আতিক, আখলাক, শোয়েব, কাওছার, শাহরিয়ার, আলমগীর, খালেদ, শাকিল, মুমিন, রাসেদ, রিপন, নুরুল, রুবেল, গালীব, মিলটন, হাবীব, রাজিব।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn