কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া পাহাড়ি ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। তাদের মালুমমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দু’জন হলেন- মাইক্রোবাসের যাত্রী রওশন আরা বেগম (৪৫) ও সনেট পাল (২৭)। রওশন আরা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। সনেট পাল কক্সবাজারের রামু উপজেলার চা-বাগানস্থ রমণী পাহাড়ের দীপক পালের ছেলে। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস খুটাখালী মেদাকচ্ছপিয়া পাহাড়ি ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত ও পাঁচ যাত্রী আহত হয়। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।