কাতার সংকট সমাধানে সৌদি যাচ্ছেন নওয়াজ শরীফ
কাতার সংকটের সমাধান খুঁজতে সোমবার সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।এজন্য পাকিস্তানে নিযুক্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনীতিকদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন তিনি। খবর দ্য ডন ও জি নিউজের। নওয়াজ শরীফের একদিনের ঝটিকা সফরে সেনাপ্রধান কামার জাভেদ বাজোয়াকও সঙ্গে থাকছেন। সফরে নওয়াজ শরীফ সৌদি আরবের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাম্প্রতিক সমস্যা নিয়ে আলোচনার আশা প্রকাশ করেছেন। মিশরে মুসলিম ব্রাদারহুড ও ফিলিস্তিনের হামাসকে সাহায্য করা এবং ইরানের সঙ্গে গভীর সম্পর্কের অভিযোগে কয়েকদিন আগে আকস্মিকভাবে কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইয়েমেন ও মালদ্বীপ সম্পর্ক ছেদ করে। ওই ঘটনার পরই নওয়াজ শরীফ বিশ্ময় প্রকাশ করেন এবং মুসলিম বিশ্বের একতার উপর গুরুত্ব দিয়ে দেশগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান।
নওয়াজ শরীফ সৌদি আরব সফরের আগে পাকিস্তানে নিযুক্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনীতিকদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন তিনি।বৈঠকে ওইসব দেশে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিকরাও উপস্থিত থাকবেন। নওয়াজ শরীফ গণমাধ্যমকে বলেন, পকিস্তানের সঙ্গে সৌদি আরব, ইরান, কাতারের ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই দেশগুলোর মাঝে দূরত্ব কমানোর চেষ্টা করবো।