চলতি বছর মর্যাদাপূর্ণ হান্টলে শ্যালের অ্যাওয়ার্ড পেয়েছেন কানাডায় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রী ফাবিহা বুশরা। কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফাবিহাকে অর্থনীতিতে সেরা গবেষণা প্রতিবেদন তৈরি করার জন্য এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। অনন্য মেধাবী স্নাতক শিক্ষার্থীর জন্য অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন ফাবিহা। তিনি অর্থনীতিতে ২০১৯ সালের পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছেন। ফাবিহা চট্টগ্রামের চুনতি এলাকার বাসিন্দা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn