কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫
গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে তিন কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফারহানা আক্তার শিখা, মাস্টারবাড়ি এলাকার শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি, উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা, লেগুনার চালক এবং অপরজন অজ্ঞাত। আহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাজীপুর নগরীর ভুরুলিয়ার ছায়াতরু এলাকার শহীদুল ইসলাম (২৬), সালনা এলাকার গিয়াস উদ্দিন (৩০), দক্ষিণ খাইলকৈর এলাকার রেজাউল হক (৪০), সদরের রাজেন্দ্রপুরের শরীফুল ইসলাম (২২) ও হোতাপাড়া এলাকার মামুন (২২)। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাওজোর হাইওয়ে থানার ওসি আব্দুল হাই জানান, লেগুনাটি রাজেন্দ্রপুর থেকে চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাঁচ জন নিহত ও সাত জন আহত হন।