ব্রিটেনের কার্ডিফ শহরের বে এলাকার ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পার্কে শহীদ মিনার নির্মা‌ণে ৬৬ হাজার পাউন্ড অনুদান দিয়েছে বাংলাদেশ। বুধবার (২১ মে) সরকারের পক্ষ থেকে ৬৫ হাজার ৯৮১ পাউন্ড ৭৬ প্রেন্সের একটি চেক আনুষ্ঠানিকভাবে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা তাসনিম মুনার মাধ্যমে প্রদান করা হয়। কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির জেনারেল সেক্রেটারি ও মনুমেন্টের ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি নইম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার জুলকার নাইন, প্রেস মিনিস্টার আসেকুন্নবী চৌধুরী, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির ডেপুটি চেয়ার মোহাম্মদ সেরুল ইসলাম, শহীদ মিনার কমিটির ট্রেজারার আনহার মিয়া, মনুমেন্টের ফাউন্ডার ট্রাস্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn