কুষ্টিয়া থেকে নব্য জেএমবির আমিরের স্ত্রীসহ ৩ নারী আটক
কুষ্টিয়ার ভেড়ামারার বামনপাড়ার তালতলায় ঘিরে রাখা সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে নব্য জেএমবির বর্তমান আমিরের স্ত্রীসহ তিন নারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১২টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ওই বাড়ি থেকে তিন নারীকে আটক করে থানায় নেয়া হয়েছে। তাদের সঙ্গে দুই শিশুও রয়েছে। আটককৃতদের মধ্যে নব্য জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়া রয়েছেন বলে জানিয়েছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদি হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান শুরু করে, যা এখনো চলছে। এখন পর্যন্ত সেখান থেকে একটি সুইসাইড ভেস্ট ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এস এম মেহেদি হাসান বলেন, ধারণা করা হচ্ছে, ওই টিনশেড বাড়ির ভেতর বড় ধরনের বিস্ফোরক দ্রব্য রয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে ঘরের ভেতর অভিযান চালানো হবে।