কূটকৌশল অবশ্যই দৃশ্যমান হবে!
আকসার আহমদ এর ফেসবুক স্ট্যাটাস থেকেঃঃ চোরেরা তাদের সাথে আপনাকে চুরিতে শরিক হওয়ার প্রস্তাব দিল। অথবা বললো- তোমার হাতের নিশানা খুব ভালো, তুমি কি গুলি করে একটি খুন করে দিবে আমাদের জন্য? বিনিময়ে তুমি ভেরি হ্যান্ডসাম মানি পে পাবে। আপনার মন দিল সদা পাপের ভয়ে ভীত। সুতরাং এরকম একটি অসাধু প্রস্তাব আপনি সময় খরচ না করেই প্রত্যাখ্যান করলেন। তারপর নিশ্চুপতাকেই শ্রেয় জ্ঞান করে আপনি নিরব থাকলেন। মনে মনে ভাবলেন, যথেষ্ট প্রমাণও যখন হাতে নেই তখন আউকাল করে শত্রু বাড়িয়ে কী লাভ ! আপনার কি কোন অন্যায় হলো তাতে? ভেজাল এড়ানোর স্বার্থে অলিখিত নীতিকে তো আমরা হরহামেশাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাড় পেতে চাই। এটা কি একজনের অধিকারের আওতায় পড়ে না? তাহলে সাকিবকে এ শাস্তি পেতে হলো কেন? সাকিব কি ক্রিকেটের প্রচলিত কোন আইনের লঙ্ঘন ঘটিয়েছিলেন জুয়াড়িদের প্রস্তাব চাউর না করে? আমি ঠিক জানি না। তবে আমি যা জানি তা হলো- ভোরের কুয়াশা কেটে সূর্য তার ঐশ্বর্যমন্ডিত মুখ তুলে ১৮০ ডিগ্রী এঙ্গেলে তাকানো শুরু করলেই পৃথিবীর সকল কূটকৌশল দৃশ্যমান হতে শুরু করবে। তাহলে চলুন সে পর্যন্ত না হয় আমরা অপেক্ষা করি। আর তুমি (সাকিব) বাপু আটারো মাসের গেষ্ট হয়ে রেষ্ট নিতে থাকো। আমরাও একটি মেঘমুক্ত দিনের অপেক্ষা শেষ করি।