কোথায় আছেন, কী করছেন কণ্ঠশিল্পী সালমা?

 কণ্ঠশিল্পী সালমা। ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী হয়ে সুর ও সঙ্গীত ভুবনে নিজের পাকাপোক্ত স্থান করে নিয়েছিলেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে উঠেছেন বিদেশী মঞ্চেও। এই তো সর্বশেষ ২০১৫ সালে মরিসাচের মঞ্চকে মাতিয়ে এসেছেন তিনি। তারপর আর দেশের চৌহদ্দি পার হননি। কিন্তু দুবছর বাদে, আজ এখন তিনি অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ায়। সেখানকার একটি কনসার্টে অংশ নেবেন তিনি। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাঙালীদের কণ্ঠে সুর-সুধা ঢেলে দেবেন আজ রাতেই। রাত বলতে দক্ষিণ কোরিয়ার স্থানীয় রাত। যাওয়ার আগে গণমাধ্যমকে জানিয়ে গিয়েছেন- অনেক দিন পর আবারও দেশের বাইরে শো করতে যাওয়ায় বেশ ভালো লাগছে তার। পছন্দের সব গান শুনিয়ে তাদের মন ভরাবেন তিনি। এ দিকে বেশ কিছু গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘বানিয়া বন্ধু’-খ্যাত জনপ্রিয় এই শিল্পী। ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ হবে তার নতুন গানের মিউজিক ভিডিও। জিয়াউদ্দিন আলমের কথায় ‘আশায় আশায়’ শিরোনামে গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর