খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি শেষ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে কিছুই পায়নি পুলিশ। গুলশান থানা পুলিশ ও বিএনপি নেতারা এ কথা নিশ্চত করেছেন। ২০ মে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কার্যালয়ে তল্লাশি শুরু করে পুলিশ। বেলা সাড়ে ১০টার দিকে কার্যালয়ে ছেড়ে যায় তারা। ‘রাষ্ট্রবিরোধী ও নাশকতা’ সরঞ্জাম খুঁজতে আদালতের তল্লাশি পরোয়ানা নিয়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক। তবে সেখানে কিছু না পেয়ে কার্যালয় ছেড়ে যায় তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, তল্লাশিতে কিছুই পায়নি পুলিশ। এর আগে সেখানে উপস্থিত হয়ে এই বিএনপি নেতা অভিযোগ করেন খালেদা জিয়াকে অসম্মানিত করতেই পুলিশ এই অভিযান চালাচ্ছে।
রোববার সারা দেশে যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। ২০ মে শনিবার সকালে এই কর্মসূচীর কথা নিশি্চত করেছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, ‘খালেদা জিয়াকে অসম্মান করতে বাকশালী পুলিশ বিনা কারণে এই তল্লাশি চালিয়েছে। এই ঘৃণ্য কাজের প্রতিবাদে আমরা আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছি।’