জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবশেষে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করেছে ছাতকে বিবদমান বিএনপির দুটি গ্রুপ। জানা যায়, ছাতকে বিএনপির এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ ও অপর গ্রুপের নেতৃত্ব দেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। সোমবার বিকেলে বিএনপির দুটি গ্রুপের আলাদা আলাদা কর্মসূচীর কথা থাকলেও অবশেষে এক হয়ে মানববন্ধন করেছে দুটি গ্রুপ। ছাতক পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। অপরদিকে শহরের ট্রাফিক পয়েন্টে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করে বিএনপি ও সহযোগি সংগঠন। শহরের ট্রাফিক পয়েন্টে মিজান চৌধুরীর অনুসারীদের মানববন্ধেন চলাকালে অনুষ্ঠিত পথ সভায় হঠাৎ উপস্থিত হন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় একই দলের দুই মেরুর দুই নেতা এক হয়ে কর্মসূচি পালন করেন।  এসময় বক্তব্য রাখেন সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। বক্তব্যে তারা চলমান আন্দোলনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান।

এদিকে এর আগে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সৈয়দ তিতুমীর, আব্দুর রহমান, নজরুল ইসলাম, শামছুর রহমান শামছু, রুহুল আমিন, অধ্যাপক শফিকুল আলম, লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, এনামুল কবির, এড. আব্দুল কাহার, কাজী মাও. আব্দুস সামাদ, ইমতিয়াজ আলী, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, মনির উদ্দিন মেম্বার, বাবুল মিয়া মেম্বার, দিল হোসেন , বাকী বিল্লাহ, সাজ্জাদ হোসাইন, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আলী আশরাফ তাহিদ প্রমুখ। অপরদিকে  ট্রাফিক পয়েন্টে পৃথক মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, হুরায়রা ছুরত, উপজেলা যুবদলের সভাপতি শহিদুর রহমান সোহেল সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, বিএনপি নেতা পীর এনামুল হক, আবু সুফিয়ান প্রমুখ। এসময় কবিরুল হাসান আঙ্গুর, তৈমুছ আলী, জসিম উদ্দিন সালমান, কয়েছ আহমদ, লৎফুর রহমান খান, আবু তালেব, আবিদুর রহমান আবিদ, সদরুল আমিন সোহান, গোলাম হোসেন সাকিল, পৌর স্বেচ্ছাসেবকদলের  শাহিনুল হক চৌধুরী, বিএনপি নেতা জহিরুল ইসলাম, সালেহ আহমদ, ইব্রাহিম আলী রাসেল, যুবদল নেতা ফরিদ আহমদ, সৈয়দ মনসুর আলী, জিল্লুর রহমান মানিক, আশরাফুল হক খেলন,  আশরাফ চৌধুরী মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের  রাহেল আহমদ, বিএনপি নেতা সায়াদ মিয়া, যুবদল নেতা সাজ্জাদুর রহমান, মাসুক আহমদ, উসমান আলী, মনসুর আহমদ, সাব্বির আহমদ, হিফজুর রহমান মামুন, জামাল উদ্দিন সুজন, হেলাল আহমদ, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ, কবির আহমদ, ফয়ছল আহমদ সুমন, কামাল হোসেন, আশক উদ্দিন রানা, আমিনুল ইসলাম, ফয়েজ আহমদ, যুবদল নেতা আলতাব হোসেন, আবু শামীম, লিকসন মিয়া, আনর উদ্দিন, মিজানুর রহমান, বাবুল মিয়া, রিহাব উদ্দিন, বিএনপি নেতা আব্দুস শহিদ, এখলাছুর রহমান, আহবাব মিয়া, ফিরোজ ইসলাম, সাদিকুর রহমান, খলিলুর রহমান, ফাহিম চৌধুরী, ইসলাম উদ্দিন, সারোয়ার আহমদ, নুরুজ্জামান, মাহবুব আহমদ, হাবিবুর রহমান সুজন, রাজু আহমদ, গোলাম রব্বানী, সিরাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn