চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ছোট কুমিরা ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। নিহতরা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। র্যাব জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের বয়স ২২ থেকে ২৩ বছর এবং অন্যজনের বয়স ৩৭ থেকে ৩৮ বছর। নিহত দুজন ঈদে ঘরমুখী মানুষকে বহনকারী গাড়িতে ডাকাতি করছিলেন। র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় একটি প্রাইভেটকারে ডাকাতির খবর পেয়ে র্যাবের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাত দলের সদস্যরা। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গলে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।