চলে গেলেন আইনজীবী আবুল আশরাফ
পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী মোহাম্মদ আবুল আশরাফ (৪৯) রোববার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয় ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে শহরের মরাটিলা এলাকার বিক্রমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
ফুল কোর্ট রেভারেন্স
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মোহাম্মদ আবু ল আশরাফ’র মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা ও দায় রা জজ শহীদুল আলম ঝিনুক এর সভাপতিত্বে এজলাস কক্ষে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। সভ ায় জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারকগণ এবং সু নামগঞ্জ জেলার আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম ও অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইনজীবী সমিতির সদস্য মো. আবু হানিফা। সমিতির সভাপতি অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ স্মারকপত্র পাঠ করেন। মরহুমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. মো. জহুর আলী, অ্যাড. মো. মাসুক আলম, অ্যাড. মো. নজরুল ইসলাম(১), অ্যাড. মোহাম্মদ কামাল হোসেন, অ্যাড. মোঃ আব্দুল হক, অ্যাড. মো. শুকুর আলী, অ্যাড. মো. শেরেনূর আলী, অ্যাড. মো. মিজানুর রহমান(১)। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম। অনুষ্ঠান শেষে অ্যাড. মুহাম্মদ শামস্ উদ্দীন মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি