চাল, আটার মূল্য বৃদ্ধির প্রতিবাদে দোয়ারাবাজারে কৃষকদের মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল, আটা ও খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে এবং সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কৃষকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারস্থ ঐতিহাসিক পান্ডারখাল বাঁধে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা বলেন- প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের বাজার মনিটরিং করা প্রয়োজন। হাওর ডুবে যাওয়ার পর এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন হাট-বাজারে চড়া মূল্যে চাল, আটা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করেছেন। লাগামহীনভাবে তারা চাল, আটা স্টক করে অধিক মূল্যে তা বিক্রি করছেন।অভিযোগ রয়েছে- বিভিন্ন এলাকায় ১০ টাকা ধরের চাউল ডিলাররা বস্তা পাল্টিয়ে খোলা বাজারে চড়া মূল্যে চাল বিক্রি করছেন। অবিলম্বে প্রশাসন বাজার মনিটরিং ও চালের মূল্য নির্ধারণ না-করলে না-খেয়ে মরতে হবে গ্রামের মানুষদের। বক্তারা অবিলম্বে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভূপতি দাস, মরমী গীতি কবি নজরুল ইসলাম, কৃষক মাও. জালাল উদ্দিন, শফিক মিয়া, আরাফাত আলী, কামাল উদ্দিন, শাহাব উদ্দিন, শফিকুল ইসলাম, জমির উদ্দিন, আমির হোসেন, সেলিম মিয়া, সোনাই মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।