ছাতকে’র বেশ কিছু খবর ।। পাঠিয়েছেন চান মিয়া
সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরীর দাফন সম্পন্ন-
ছাতকের প্রতিষ্ঠাকালিন উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগি ও সমাজসেবি সুজন মিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় সিলেটের একটি কিনিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শতবর্ষি সুজন মিয়া চৌধুরি প্রথম উপজেলা চেয়ারম্যান ও ২বার ছাতক সদর ইউপি চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, বোন, ভাতিজা-ভাতিজি, আত্মীয়-স্বজনসহ ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বেলা সোয়া ২টায় ছাতক মহসিন ফিল্ডে জানাযা শেষে বাগবাড়ি পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাযায়, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ পুলিশ সূপার বরকত উল্লাহ খান, সহকারি পুলিশ সুপার দুলন মিয়া, দোয়ারা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উল্লাহ খান, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরি মিজান, সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক আনম ওহিদ কনা মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য শামিম আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ওসি আতিকুর রহমান, উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, ছানাউর রহমান তালুকদার ছানা, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীর, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়া, নোয়াগাঁও গনেশপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, ছাতক উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম তালুকদার, সেক্রেটারী আকবর আলী, ছাতক অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ছাতক প্রেসকাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন রনি, লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের সিএসআর ম্যানেজার সাব্বির হোসেন, খেলাফত মজলিস নেতা মাওলানা ফজলুর রহমান, জালালিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, কুটি মিয়া, সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, এড. সুফি আলম সুহেল, নিজাম উদ্দিন, নজরুল হক, শাহাজুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, ধন মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, আছাব মিয়া, পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি হাজি জয়নাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, ছাতক বহুমূখি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সূফি, কলেজের অফিস সহকারি আব্দুর রহিম, ব্যবসায়ি হাজি হেলাল উদ্দিন, মাওলানা আলা উদ্দিন, হাজি সামছ উদ্দিন, হাজি ফজলু মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পিয়ারা মিয়া, আলী হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম মুহিত, হাবিব উল্লাহ জামেয়া তাতিকোনার মুহতামিম হাফেজ আলী হোসেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন।
জামায়াতের সাবেক আমিরের মায়ের মৃত্যু-
ছাতকে উপজেলা জামায়াতের সাবেক আমির, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য, মুক্তিরগাঁও জামেয়ার অধ্যক্ষ ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর নিবাসী মাওলানা মখছুছুর রহমানের মাতা মজিদুন নেছা বুধবার সকাল ৮টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১শ’ বছর। তিনি ২ছেলে, ২মেয়ে, নাতি, নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত ১০টায় মরহুমার নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বঙ্গবন্ধু ও ছাত্রলীগকে কটা করায় ছাত্রলীগের বিক্ষোভ-
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রলীগকে কটা করায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক বিােভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, দ্বীনুল ইসলাম শ্যামল, সুজেল আহমদ, সাইদুর রহমান, মোতাহার হোসেন সুমন, সায়েস্তা তালুকদার রবি, হাবিবুর রহমান বাবলু, আজহার উদ্দিন, মাহবুব আলম প্রমূখ।
প্রবাসি ভাই-বোনকে বাদ দিয়ে পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার সনদ-
ছাতকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে প্রবাসি ভাই-বোনের নাম বাদ দিয়ে উত্তরাধিকার সনদ নিয়ে বিপাকে পড়েছেন সুনু মিয়া নামের এক ব্যবসায়ি। তিনি প্রতারনার মাধ্যমে উত্তরাধিকার সনদ নিয়ে পৈত্রিক সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করার অপচেষ্ঠা চালান। উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির বাগইন গ্রামের মৃত সুলতান মিয়ার ৬সন্তানের মধ্যে ৪জনের নামে ইউপি অফিস থেকে উত্তরাধিকার সনদ নিয়ে ১৭একর ৫৬শতক ভূমির বাটোয়ারা দলিল (নং-৩২৬২/২০১৭) সম্পাদন করা হয়। সুনু মিয়ার ৩ভাই ও ৩বোনের মধ্যে সেলিম আহমদ, আজাদ মিয়া, নুর জাহান বেগম ও লিপি বেগম দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। পৈতৃক সম্পদ থেকে প্রবাসি দু’ভাই-বোনকে বঞ্চিত করতে সুনু মিয়া প্রতারণামূলক জাল সনদ গ্রহন করেছেন বলে জানা গেছে। তার বোন আফিয়া বেগম বিবাহ সুত্রে দনি খুরমা ইউপির চৌকা গ্রামে ও সুনু মিয়া বাড়িতে পৈত্রিক সহায়-সম্পদ দেখা-শোনাও ভোগ-দখল করে আসছেন। সম্প্রতি ১৭একর ভূমির মধ্যে কথিত বাটোয়ারা দলিলে প্রবাসি ভাই সেলিম আহমদ ও বোন লিপি বেগমকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে ১০একর ৬৮শতক ভূমি একাই সুনু মিয়ার নামে লিখে নিয়েছেন। এরমধ্যে ৬একর ৯২শতক ভূমির মালিক আজাদ মিয়া, আফিয়া বেগম ও নূরজাহান বেগমকে দেখানো হয়েছে। ১০সেপ্টেম্বর প্রবাসি দু’জনকে বাদ দিয়ে ৪জনের নামে ইউনিয়ন পরিষদ থেকে একটি উত্তরাধিকার সনদ নেয়া হয়। এখন প্রবাসী সেলিমও লিপি বেগম দূতাবাসের মাধ্যমে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ জানান, ৭নং ওয়ার্ড মেম্বার মিলন ধরের সুপারিশে উত্তরাধিকার সনদ প্রদান করা হয়। পরে জানা গেছে সুলতান মিয়ার আরো এক পুত্র ও কন্যা যুক্তরাজ্যে রয়েছেন। বিষয়টি জেনে সুনু মিয়াকে ডেকে আপোষে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান। তবে জালিয়াতি মূলক উত্তরাধিকার সনদে একটি মহল মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
বলৎকারের মামলায় যুবকের যাবজ্জীবন-
ছাতকে বলৎকারের অভিযোগে আল মামুন তালুকদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১০অক্টোবর সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস এ দন্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত আল-মামুন ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের শফিকুল হক তালুকদারের পুত্র। এক শিশুকে বলৎকারের অভিযোগ এনে বারকাহন গ্রামের আফজল মিয়ার স্ত্রী ও শিশুর মাতা আলেয়া বেগমের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে দায়েরী মামলা (১৭৩/১৫) এর প্রেেিত আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।
দুর্ধর্ষ চুরি সংঘটিত-
ছাতকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে শহরের বাগবাড়ি এলাকায় কামরুল ইসলাম জাহেদের বাসায় এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, বাসার পূর্বদিকের একটি জানালার গ্রিল কেটে চোরেরা রুমের ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকাসহ ১০ লাধিক টাকার ২০ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। কামরুল ইসলাম জাহেদ জানান, রাতে তিনি বাসায় ছিলেন না। তিনি মঙ্গলবার এঘটনায় ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
সুজন চৌধুরীর মৃত্যুতে হাসনাবাদ মাদরাসায় দোয়া মাহফিল-
ছাতকে সাবেক উপজেল চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবি সুজন মিয়া চৌধুরীর মৃত্যুতে কালারুকা ইউপির জামেয়া ইসলামিয়া হাসনাবাদ মাদরাসা প্রাঙ্গনে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মাওলানা শওকত আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস প্রিন্সিপাল (শিক্ষা সচিব) মুফতি মাওলানা সদরুল আমিন, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা ইসকন্দর আলী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল হক, মাওলানা নোমান আহমদ, মাওলানা আব্দুল হাই দুলন, মাওলানা আমিমুল এহসান, মাওলানা সালেহ আহমদ, মাষ্টার শামছুল হক প্রমূখ। সভাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।