ছাতকে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ছাতকে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১৮ হাজার ৭৬৬ জন চাষিকে নগদ ১ হাজার টাকা ও বিনামূল্যে সার ও বোরো ধান বীজ বিতরণ এবং ড্রাম সিডারে ধান বীজ বপন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, জাউয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ধানবীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের পরিচালক (সরজমিন) কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, কৃষি অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক জায়েদুল ইসলাম, সিলেট অঞ্চলের প্রকল্প পরিচালক (শষ্যের নিবিড়তা) অহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ সিলেটের অতিরিক্ত পরিচালক আলতাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, মুরাদ হোসেন, ইউপি সচিব একরামুল কবির, অধির রঞ্জন দাস, মাসুক মিয়া প্রমুখ। এসময় প্রত্যেক কৃষকের হাতে ৫ কেজি করে বোরো ব্রি-২৮ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার তুলে দেয়া হয়। বিকেলে ড্রাম সিডারের মাধ্যমে বোরো ধানের বীজ বপন করেন অতিথিবৃন্দ। এসময় বদিরগাঁও গ্রামের কৃষক সাদিকুর রহমানের ৫০ শতক ভূমিতে ধান বীজ বপন করা হয়