ছাতকে পৃথক সংঘর্ষে স্কুল শিক্ষার্থী, মহিলাসহ ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর ও উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে এ দুটি ঘটনা ঘটে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব বিরোধের জের ধরে রায়সন্তোষপুর গ্রামের ফটিক মিয়া ঝাওয়া বিলের বোরো জমিতে আবাদের যাবার পথে রাস্তায় একই গ্রামের মধু মিয়ার সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ১০জন আহত হয়। এদের মধ্যে ফটিক মিয়া (৩৫), আব্দুল মতিন (৩৬), ইউপি সদস্য আকিক মিয়া (৩৭), একজামিন আহমদ (৩০), আবাব মিয়া (৩২)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে, একই উপজেলার আলমপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির জের ধরে মৃত কাছিম আলীর পুত্র লিলু মিয়া ও ছুরত মিয়ার সৌদি আরব প্রবাসি পুত্র কবির উদ্দিন (৩৮), নজরুল ইসলাম (৩০), স্কুল ছাত্রী সামান্তা বেগম (১৫), ঝরনা বেগম (২৫), আইন উদ্দিন (২৮)সহ ১০জনকে ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসআই জাহানারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন উদ্দিন বাদি হয়ে ৬ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। এব্যাপারে ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn