ছাতকে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩
ছাতক উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯ । বৃহস্পতিবার তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার রাসপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন(২২), একই গ্রামের মো. আলতাফ আলীর ছেলে আব্দুল হক(৩৫), একই উপজেলার নুরুল্লাপুর গ্রামের হাছান আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন(২৬)। র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টের পূর্ব পার্শ্বে আলিফ রেষ্টুরেন্টের সামন থেকে ২শত ৩৪ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক বাজার মূল্যে ১ লাখ ৬৩ হাজার ৮শত টাকা। এই দিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রির কাজ চালিয়ে আসছে। তাদের গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। গ্রেফতারকৃতদের ও উদ্ধার হওয়া মাদক সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মঈন উদ্দিন চৌধুরী।